শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি ও আইনজীবী ফজলে হালিম লিটন দুর্বৃত্তের আক্রমণে মারাত্মকভাবে আহত হয়েছেন। গুরুতর আহতবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। রোববার (০৮ মে) সন্ধ্যায় খালিশপুর আবাসিক তারের পুকুরের সামনে নিজ বাড়ির ভেতরে দুর্বৃত্তরা তার ওপর আক্রমণ করে।
এব্যাপারে ফজলে হালিম লিটনের স্ত্রী আসমা হালিম বলেন, মাগরিবের নামাজের পর অজ্ঞাতনামা দু’জন ব্যক্তি গেটের সামনে এসে লিটনকে ডাকতে থাকে। গেট খুলে বাইরে বের হওয়া মাত্র ওই দুর্বৃত্তরা লিটনের ওপর আক্রমণ করে। একজনের হাতে চাপাতি ও অপরজনের হাতে ছুরি ছিল বলেও জানান তিনি।
তিনি আরোও বলেন, দুর্বৃত্তদের আঘাতে তিনি গেটের ভেতরে প্রবেশের চেষ্টা করলপ ওই দুর্বৃত্তরা তার সাথে বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে এলাকাবাসি এগিয়ে এলে তারা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
লিটনকে হত্যার জন্য এ হামলা করা হয়েছে দাবি করে তিনি জানান, ধারালো অস্ত্রের আঘাতে লিটনের বাম হাতের একটি আঙ্গুল ক্ষতিগ্রস্থ হয়েছে। তার পেটেও আঘাত করা হয় কিন্তু সেটা তেমন গুরুতর নয় বলেও জানান তিনি। পাশের বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করলে হামলাকারীদের শনাক্ত করা যাবে। তাদের অবিলম্বে গ্রেপ্তারসহ বিচারের দাবি জানান তিনি।
এবি//দৈনিক দেশতথ্য//মে ৮,২০২২//