Print Date & Time : 25 April 2025 Friday 2:32 am

ছেলের পদ পাওয়ার খবরে বাবার আনন্দ মিছিল

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মাওলানা আবদুল মালেক তার ছেলে দলীয় পদ পাওয়া খবর পেয়ে আনন্দ মিছিল করেছেন।

তার ছেলে আবদুল হান্নান মাসউদ নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হয়েছেন। এর আগে, মাসউদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্বে ছিলেন এবং তিনি হাতিয়া উপজেলার বাসিন্দা।

গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার এএম উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওসখালী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছেলের জন্য দোয়া চেয়ে আবদুল হান্নান মাসউদের বাবা মাওলানা আবদুল মালেক বলেন, আমার ছেলের হাতিয়ার উন্নয়নে যে স্বপ্ন দেখেন তা যেন আল্লাহ তাকে সেই সুযোগ করে দেন। ওই সময় তিনি ছেলের জন্য আগামী নির্বাচনে ভোট প্রার্থনা করেন।

এছাড়া সমাবেশে উপজেলা ছাত্র প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ রেজা, আবীর হোসাইন, ফাহাদ হোসাইন, মো.সোহেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলে