Print Date & Time : 28 July 2025 Monday 5:18 pm

ছেলের মারধর করায় অভিমানে মায়ের আত্মহত্যা

ঝিনাইদহ কালীগঞ্জে ছেলের মারধরের কষ্ট সইতে না পেরে অভিমানে আত্মহত্যা করেছেন মা রেবেকা বেগম(৫০)।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার জামাল ইউনিয়নের তৈলকূপী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আদিল উদ্দীনের স্ত্রী।

জানা যায়, ওইদিন সকালে ছেলে ফারুক হোসেন পারিবারিক বাকবিতন্ডার একপর্যায়ে মা রেবেকা বেগমকে মারধর করে। অভিমানে রেবেকা বেগম হারপিক বিষপান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। শুক্রবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এলাকার একটি সূত্র জানায়, রেবেকার স্বামী ২৫ বছর আগে মৃত্যু বরন করেন। দুঃখ কষ্টে বিভিন্ন বাড়িতে কাজ করে ২টি সন্তানকে বড় করেছেন। মেয়েকে পাত্রস্ত করেছেন। বর্তমানে তিনি কচাতলায় ইট ভাটায় ভাত রান্নার কাজ করত।

রেবেকার বোন ফেরদৌসি বলেন, বোন অনেকদিন ধরে অসুস্থ ছিল যে কারনে হারপিক খেয়েছে। শারিরিক যন্ত্রনা থেকে এমনটি করতে পারে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)মাহবুবুর রহমান মৃত ব্যক্তির বিষয়টি নিশ্চিত করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঝিনাইদহ সদর হাসপাতলে প্রেরন করা হয়েছে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৩ অক্টোবর ২০২৩