বিজ্ঞান বিভাগের ছাত্র হলেও মানবিক বিভাগের প্রবেশপত্র নিয়ে পাঁচটি বিষয়ে পরীক্ষা সম্পন্ন করে আলোড়ন সৃষ্টি করেছেন কুষ্টিয়ার কুমারখালীর মো. শিপন নামের এক এসএসসি পরীক্ষার্থী। অবশেষে সোমবার সংশোধনী প্রবেশপত্র নিয়ে রসায়ন পরীক্ষা সম্পন্ন করেছেন তিনি।
মো. শিপন উপজেলার জে এন মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি -২০২২ এ অংশগ্রহণ করেছেন। তিনি পৌরসভার মো. শাহিন মন্ডলের ছেলে। তাঁর বাবা একজন কাপড়ের ব্যবসায়ী। তিনি কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।
দুপুরে তার প্রবেশ পত্র সংশোধনের বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্রের সচিব মো. আবুল কাশেম।
তিনি বলেন, ‘ রোল নম্বর অনুযায়ী সিটপ্ল্যান করা হয়ে থাকে। প্রথম পাঁচদিন আবশ্যিক বিষয় গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় প্রবেশপত্রের ভুল টের পাওয়া যায়নি। পরে বিভাগ ভিত্তিক পরীক্ষার আগের রাতে ভুল ধরা পড়ে এবং ইউএনও স্যারের মাধ্যমে ভুল প্রবেশপত্রে পদার্থবিজ্ঞান পরীক্ষার ব্যবস্থা করা হয়। এখন প্রবেশপত্র সংশোধন করা হয়েছে। সোমবার সংশোধীত প্রবেশপত্রে রসায়ন পরীক্ষা দিয়েছে ওই ছাত্র।’
জানা গেছে, ভুল প্রবেশপত্রে পাঁচটি বিষয়ে পরীক্ষা দিলেও শিক্ষার্থী, শিক্ষক, পরীক্ষা নিয়ন্ত্রক, অভিভাবক কেউ টের পাইনি। হঠাৎ পদার্থ বিজ্ঞান পরীক্ষার আগের রাতে (গত শুক্রবার) এবিষয়ে টের পান ওই পরীক্ষার্থী। টের পেয়ে দুশ্চিন্তায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের জানালে শিক্ষকরা মানবিক বিষয়ে পরীক্ষার জন্য পরামর্শ দেন। এতে আরো ভেঙে পড়েন ওই শিক্ষার্থী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে গত শনিবার পদার্থবিজ্ঞান পরীক্ষা দেন তিনি।
আরো জানা গেছে, গত রোববার বিদ্যালয়ের প্রধান শিক্ষক যশোর বোর্ড থেকে প্রবেশপত্রের ভুল সংশোধন করে এনে দেন।
এ বিষয়ে পরীক্ষার্থী মো. শিপন বলেন, ‘ আমার ভুল প্রবেশপত্রটি সংশোধন করা হয়েছে। আজ আমি বিজ্ঞান বিভাগের প্রবেশপত্রে রসায়ন পরীক্ষা দিয়েছি। এখন আর চিন্তা হচ্ছেনা, আমি খুব খুশি। ইউএনও স্যারকে ধন্যবাদ।
জে এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকছেদ আলী বলেন, ‘ টেকনিক্যাল ভুলে শিপনের প্রবেশপত্র ভুল হয়েছিল। গত রোববার ভুল সংশোধন করা হয়েছে। এখন আর সমস্যা নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, ‘ শিপন সোমবার বিজ্ঞান বিভাগের প্রবেশপত্রে পরীক্ষা দিয়েছে। এসএসসি পরীক্ষা ছাত্রজীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই ভাল কাজে সহযোগীতা করতে আমি আনন্দিত।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৬,২০২২//

Discussion about this post