চর্যাপদ সাহিত্য একাডেমি’ চাঁদপুরের পেশাদার সাহিত্যিকদের সংগঠন। এই সংগঠনটির প্রবর্তিত দোনাগাজী পদক ২০২২ ও ২০২৩ একসঙ্গে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
বিভিন্ন ক্যাটাগরিতে ছয় জনকে তারা দোনাগাজী পদক দিবেন আগামী ১০ জুন।
রবিবার (৭ জুন) বিকালে সংগঠনটির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে জুড়িবোর্ডের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে পদক পাওয়ার জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন জুড়িবোর্ডের সদস্য সচিব শিউলী মজুমদার।
২০২২ -এ, কথাসাহিত্যে পারভীন সুলতানা, কবিতায় শিহাব শাহরিয়ার ও শিশুসাহিত্যে ফারুক নওয়াজ এবং ২০২৩ -এ, গবেষণা সাহিত্যে পীযূষ কুমার ভট্টাচার্য্য, কবিতায় মজিদ মাহমুদ ও চর্যাগীতিতে শামসুল হুদার নাম ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন একাডেমির সহসভাপতি আয়েশা আক্তার রুপা, মহাপরিচালক রফিকুজ্জামান রণি ও নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা। আরো উপস্থিত ছিলেন একাডেমির সহ-সভাপতি আয়েশা আক্তার রুপা, মহাপরিচালক রফিকুজ্জামান রণি ও নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা।
চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি জানান, আগামী ১০ জুন বিকেল ৪টায় মনোনীতদের হাতে আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত দেশবরেণ্য কবি ও গীতিকার জাহিদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, মধ্যযুগের কিংবদন্তি পুঁথিসাহিত্যিক, চাঁদপুরের কৃতিসন্তান কবি দোনাগাজীর সম্মানে ২০১৯ সাল থেকে এ পদক প্রদান করে আসছে চর্যাপদ একাডেমি।
সংগঠনটির প্রবর্তিত এই পদক শিল্প-সাহিত্যের শুদ্ধতম ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়।
এর আগে নিলুফা আক্তার, মনি হায়দার, মোহাম্মদ নূরুল হক, মামুন রশীদ, আবু আফজাল সালেহ, প্রত্যয় হামিদ, অনু ইসলাম, এএসএম ইউনুছ, মোস্তফা হায়দার, প্রণব কুমার রায়সহ দেশের অনেক প্রতিশ্রুতিশীল লেখক এ পুরস্কারে ভূষিত হয়েছেন।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ০৯,২০২৩//

Discussion about this post