জকিগঞ্জ(সিলেট)প্রতিনিধি: জকিগঞ্জ উপজেলার নব নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত চেয়ারম্যানদের বরণ করে নেন উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, ইউএনও সুমী আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী ও ভাইস চেয়ারম্যান আব্দুস ছবুরসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও নব নির্বাচিত চেয়ারম্যানদের উপস্থিতি উপজেলা সমন্বয় সভা, আইন শৃংখলা কমিটির সভা ও পুষ্টি সমন্বয় কমিটির পৃথক পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সুমী আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, ভাইস চেয়ারম্যান আব্দুস ছবুর, পৌর মেয়র আব্দুল আহাদ, বীরশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছাত্তার, বারহাল ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, বারঠাকুরী ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, জকিগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, কসকনকপুর ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন লস্কর, মানিকপুর ইউপি চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হান, পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ আব্দুল আহাদ, এফআইভিডিবি সুচনা প্রকল্পের জাকির হোসেন, আবু সাইয়েদ তালুকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না প্রমূখ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post