Print Date & Time : 21 July 2025 Monday 12:22 pm

জগন্নাথপুরে এইচএসসিতে জাবির খানের কৃতিত্ব

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মোঃ জাবির খান এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে কৃতিত্ব অর্জন করেছে।

সিলেট সরকারি কলেজ থেকে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ- A গ্রেড- (৪.১৭) পেয়েছে কৃতি ছাত্র জাবির খান।

মেধাবি ছাত্র জাবির খান ২০২১ সালের দাখিল পরীক্ষায় উপজেলায় সৈয়দপুর আলিয়া মাদ্রাসা থেকে A+ পেয়ে উত্তীর্ণ হয়েছিল।

জাবির খান উপজেলার সৈয়দপুর (নোয়াপাড়া) গ্রামের মৃত মোঃ নুরুল আমিন খানের ছোট ছেলে।

মেধাবি ছাত্র জাবির খান তার এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সে মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করে। পাশাপাশি পরিবারের অভিভাবক ও শিক্ষকবৃন্দের প্রতিও কৃতজ্ঞ জাবির খান। সে দেশ ও জাতির কল্যানে কাজ করতে চায়। ভবিষ্যতে সে আরো ভাল ফলাফলের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।

মেধাবি ছাত্র জাবির খানের বড় ভাই যুক্তরাজ্যে বসবাসকারী সাহেল খান, সুবের খান, জুবের খান তাদের ছোট ভাই জাবির খানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

দৈনিক দেশতথ্য//এইচ//