সুনামগঞ্জের জগন্নাথপুরে এক এমপি প্রার্থীকে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার পাটলি ইউনিয়নে।
জানাগেছ ইউনিয়নের মইজপুর গ্রামের বাসিন্দা, জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয় পাটি মনোনীত প্রার্থী তালুকদার মকবুল হোসেন শুক্রবার (২৯ ডিসেম্বর) মইজপুর গ্রামের মসজিদে জুম্মার নামাজ পড়ে বের হন।
এসময় স্থানীয় কয়জন এসে পাওনা টাকাকে কেন্দ্র করে তাকে লাঞ্ছিত করেন বলে তিনি অভিযোগ করেন। খবর পেয়ে থানার
অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, তাদের নিজের মধ্যে পাওনা টাকাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post