ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদের ওয়াজকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১৫জন আহত হয়েছেন।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে উভয় পক্ষের ১০জনকে গ্রেফতার করেছে।
উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর (নোয়াগাঁও) গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর নোয়াগাঁও পুরাতন জামে মসজিদের উদ্যোগে আগামি ১৪ ফেব্রুয়ারি বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার (২৬ জানুয়ারি) জুম্মার নামাজের পর মসজিদের ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে মুক্তার মিয়া ও ইজাদ মিয়ার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।
সংঘর্ষে উভয় পক্ষের ১৫ আহত হয়েছেন। গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বতে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত রাখতে ১০জনকে গ্রেফতার করে শনিবার (২৭ জানুয়ারি) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//