জগন্নাথপুর থানার পুলিশ জুয়ার আসর থেকে ১০ জুয়াড়িকে আটক করেছে। অভিযানে ছিলেন এসআই মোঃ সাব্বির আহসান এসআই মোঃ সাইফুদ্দিন ভুইয়া এএসআই মোঃ আব্দুল কাইয়ূম সহ একদল পুলিশ।
উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজার এলাকার আব্দুল ওদুদের টিনের ঘরে জুয়ার আস্তনা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে আছেন পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজার (ধরমীশা) গ্রামের মোঃ সুজন মিয়া (৩৫), দড়িকুঞ্জনপুর গ্রামের মোঃ এলেমান খাঁন (৪৫), মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের লিমন দে (২৭), পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজার এলাকার আজাদ আলী (৫০), সোনা মিয়া (৪২), রুকন মিয়া (৪০), সায়েদ মিয়া (৩০), দড়িকুঞ্জনপুর গ্রামের বাচ্চু মিয়া (৩৮), ছাতক থানার দোলারবাজার ইউনিয়নের বসন্তপুর সুমন আহমেদ (২৮), নবীগঞ্জ থানার কলিয়ারদা ইউনিয়নের মান্দারকান্দি রামপুর গ্রামের আব্দুল ওদুদ (৩২)।
এঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে। আটককৃতদের শনিবার (১৭ জুন) সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১৭,২০২৩//