Print Date & Time : 30 July 2025 Wednesday 9:53 pm

জগন্নাথপুরে তাফসীরুল কোরআন মহফিল সম্পন্ন

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের পশ্চিম তিলক নিবাসী মরহুম হাজী সোনা মিয়ার বাড়িতে ৪৪তম তাফসীরুল কোরআন মহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মরহুম হাজী সোনা মিয়ার বাড়িতে তাহার পরিবারবর্গের উদ্যোগে দুপুর ২টা থেকে মধ্যরাত পর্যন্ত তাফসীরুল কোরআন মহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, আমরা আল্লাহ ও তার রাসুল (সাঃ) নির্দেশিত পথ থেকে দূরে সরে গেছি। এতে করে সমাজ আজ একটি অগ্নি পরিক্ষায় অবতীর্ণ হয়েছে। এ থেকে মুক্তি পেতে সমাজের সর্বত্র কোরআন ও সুন্নাহর জীবন গঠন করতে হবে। হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ শায়খে কাতিয়া ও শাহারপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুনাঈম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বয়ান পেশ করেছেন, প্রখ্যাত মুফাচ্ছিরে কোরআন মাওলানা আব্দুল খালিক বহুবলী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী ঢাকা, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী ঢাকা, মাওলানা তাফহীমুল হক হবিগঞ্জী, মাওলানা মুফতি রাফি বিন মুনির ঢাকা, মাওলানা উবায়দুল্লাহ আল-মাদানী আগুগঞ্জ, মাওলানা মাহমুদুল হাসান আশরাফী ঢাকা, মাওলানা দেলোয়ার হোসাইন মাইজী ঢাকা, মাওলানা রহমত উল্লাহ নূরী বি-বাড়িয়া, মাওঃ মুফতি মঞ্জুর রশিদ আমিনী, মাওলানা মিনহাজুল ইসলাম হাবিবী সহ স্থানীয় উলামায়ে কেরাম।
দুনিয়া আখেরাতের শান্তি কামনা করে আখেরী মোনাজান করেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী ঢাকা।

দৈনিক দেশতথ্য//এইচ//