সুনামগঞ্জের জগন্নাথপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুরুতর আহত ১০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় ৭জনকে আটক করেছে পুলিশ।
জানাগেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বর্তমান মেম্বার মিলাদ মিয়া ও খলিল মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে এসআই সাইফুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৭জনকে আটক করেছে।
দৈনিক দেশতথ্য//এইচ//