সুনামগঞ্জের জগন্নাথপুরে এক লন্ডন প্রবাসীর বাড়িতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহত রুমি বেগমের (৩৮) স্বামী আব্দুল মোতালিব- রুপক মিয়া (রুকন মিয়াকে) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ জুলাই) রাত অনুমান একটার দিকে উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে স্বামী- স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হয়। রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়েছে। এর জের ধরে রুমি বেগমকে হত্যা করে পালিয়ে যান তার স্বামী। পরে খবর পেয়ে থানার এসআই শামছুল আরেফীনের নেতৃত্বে একদল পুলিশ রুকন মিয়াকে গ্রেফতার করেছে।
থানার এসআই শামছুল আরেফীন জানান, হত্যার অভিযোগে রুকন মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি লোহারগাঁও (ঢালারপাড়ার) লন্ডন প্রবাসী কমলা মিয়ার বাড়িতে বসবাসকারী দিরাই থানার ভাটিপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত খুশবুল মিয়ার ছেলে। রুমি বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২৬,২০২৩//

Discussion about this post