Print Date & Time : 9 May 2025 Friday 4:32 pm

জগন্নাথপুরে বৃটিশ বাংলা ট্রাস্টের শিক্ষাবৃত্তি

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জের জগন্নাথপুরে বৃটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের ২১ তম বৃত্তি বিতরণ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর বৃটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে আগামী সোমবার ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলার পাটলী ইউনিয়ন হাইস্কল মাঠে ট্রাস্টের ২১ তম বৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এবার উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও ইউনিভার্সিটির ৫৩২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রায় ২৫ লাখ টাকা বিতরণ করা হবে। গত দুই বছরে ২শ’ ৮০ জন শিক্ষার্থীদের ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং ৪০ জনের প্রশিক্ষণ চলছে বলে মতবিনিময়ে জানানো হয়। এসময় ট্রাস্টের চেয়ারম্যান মোঃ আবদাল মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি শাহ মোঃ মাহবুবুর রহমান কোরেশী শিপনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ট্রাস্টের সাবেক চেয়ারম্যান আব্দুল আশিক চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান এম এ কাদির, বর্তমান ট্রেজারার আনোয়ার আলী, ট্রাস্টি আব্দুল মছব্বির দুলু। মতবিনিময় সভায় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ//