Print Date & Time : 23 April 2025 Wednesday 2:52 pm

জগন্নাথপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

জগন্নাথপুরে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তাদেরকে জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে জগন্নাথপুর বাজারের মেসার্স বাউধরণ ভেরাইটিক স্টােরকে নগদ ১০ হাজার টাকা ও হাবিব ভেরাইটিজ ষ্টোরকে নগদ ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানাগেছে, পেঁয়াজের অতিরিক্ত মূল্য নির্ধারণ নিয়ন্ত্রণসহ বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানাযায়।

দৈনিক দেশতথ্য//এইচ//