Print Date & Time : 28 July 2025 Monday 6:30 am

জগন্নাথপুরে মসজিদ নিয়ে দু’পক্ষের বিরোধ নিষ্পত্তি

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :
সুনামগঞ্জে জগন্নাথপুরে একটি জামে মসজিদকে কেন্দ্র করে দু’পক্ষের দীর্ঘদিনের মতবিরোধ অবশেষে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের মধ্যস্থতায় আপোষে নিষ্পত্তি করা হয়েছে।

উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর কালনীচর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ নিয়ে এলাকার দু’পক্ষের দীর্ঘদিনের মতবিরোধ চলে আসছিল।

দু’পক্ষের দীর্ঘদিনের বিরোধ অবশেষে জগন্নাথপুর থানায় আপোষে নিষ্পত্তি করে দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।

উত্তর কালনীচর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ নিয়ে দু’পক্ষের বিরোধ নিষ্পত্তি হওয়ায় স্থানীয়রা থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দৈনিক দেশতথ্য//এস//