Print Date & Time : 10 May 2025 Saturday 12:29 am

জগন্নাথপুরে মাদ্রাসায় শাহারপাড়া যুব সংঘের চেক হস্তান্তর

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া শাহ কামাল রহ. ইসলামিয়া মাদ্রাসায় ৪লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।রোববার (২২ জানুয়ারি) বিকেলে মাদ্রাসার ৬৮তম বার্ষিক ইসলামি মহা-সম্মেলনে আওলাদে রাসুল (সাঃ) হাফিজ মাওলানা হাসান আসজাদ মাদানীর উপস্থিতিতে সম্মেলনে গ্রেটার শাহারপাড়া যুব সংঘের পক্ষ থেকে মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুনঈম শাহিনের হাতে চার লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়।
চেক তুলে দেন যুব সংঘের যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রহিম কামালী (তোরন মিয়া), সাবেক ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, লুৎফুর রহমান কামালী, মতিউর রহমান কামালী।

এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সিরাজ মিয়া কামালী, খোকন মিয়া কামালী, আব্দুল হক কামালী, লায়েক মিয়া কামালী, ফখরুল কামালী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ//