Print Date & Time : 12 July 2025 Saturday 11:27 am

জগন্নাথপুরে শিশু ধর্ষক গ্রেফতার

সুনামগঞ্জের জগন্নাথপুরে ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জিহাদ আহমদ (১৩) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার পাটলী ইউনিয়নের কামিনিপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ধর্ষক জিহাদ আহমদ। থানার এসআই শামছুল আরেফীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে জিহাদ আহমদকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ধর্ষক জিহাদকে মঙ্গলবার (১৩ জুন) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ১৩,২০২৩//