Print Date & Time : 2 August 2025 Saturday 12:16 pm

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৮

সুনামগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে পুলিশের পৃথক অভিযানে উপজেলার চিলাউড়া গ্রামের আব্দুল মনাফের ছেলে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মারুফ মিয়াকে (২৩) গ্রেফতার করা হয়।

থানার এসআই সজীব মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযানে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের নুর উদ্দিনের ছেলে মাসুম আহমদকে (১৯) রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে কফিল হোসেন ডালিম (৩০), বাবুল মিয়ার ছেলে আফজল হোসেন (২৯), মৃত আব্দুল কাদিরের ছেলে মোঃ শহিদ মিয়া (২১), মৃত গিয়াস উদ্দিনের ছেলে দিলদার মিয়া (৩০), ফিরোজ আলীর ছেলে মোঃ রশিদ মিয়া (৪৫), মৃত আব্দুল কাদিরের তানভীর মিয়াকে (১৮) গ্রেফতার করা হয়। পুলিশের অভিযানে গ্রেফতারকৃত ৮ আসামীকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//