ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ : সুনামগঞ্জের জগন্নাথপুরে এক স্কুলছাত্রের উপর হামলা টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার কলকলিয়া ইউনিয়নে। জানা গেছে, ইউনিয়নের সাদিপুর পয়েন্ট এলাকায় সোমবার (১২ জুন) বিকালে ইউনিয়নের জগদীশপুর (পশ্চিমপাড়া) গ্রামের আব্দুল কালামের ছেলে স্কুলছাত্র প্রিয়ার মোহাম্মদ (১৬) এর উপর দূর্বৃত্তরা হামলা করে নগদ ১ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।
এসময় তাদের হামলায় স্কুলছাত্র প্রিয়ার মোহাম্মদ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post