সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের নির্দেশে এসআই জিন্নাতুল ইসলামের নেতৃত্বে অভিযানে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের নারীসহ ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে রাজু মিয়া (৫০), নেত্রকোনার মোহনগঞ্জ থানার ফেরীরচর গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে আবুল মিয়া (৫০), জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামের সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার থানা বাজার গ্রামে বসবাসকারী মকতুল হোসেনের মেয়ে মুহিত মিয়ার স্ত্রী সমলা বেগম (৪০), কিশোরগঞ্জের মিঠামইন থানার ডোহাজোড়া গ্রামের সিলেটের কোম্পানীগঞ্জের টুকেরবাজার গ্রামে বসবাসকারী বাচ্চু মিয়ার মেয়ে বাক্কার মিয়া (আবু বকর)-এর স্ত্রী আনারকলি (৩০), জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামের হবিবনগরে বসবাসকারী মৃত লাল মিয়ার মেয়ে মৃত আমির উদ্দিনের স্ত্রী নেছাফুল বেগম (৬০)।
গ্রেফতারকৃত সংঘবদ্ধ প্রতারক চক্রের কাছ থেকে নগদ টাকা ও বেশ কিছু আলামত উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//