সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট সৈয়দ শায়েক আহমদ, অধ্যক্ষ (অব:) সৈয়দ মুহিবুল ইসলাম, অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, অ্যাডভোকেট সৈয়দ ফওয়াদুল জওয়াদ, আব্দুল জলিল, সৈয়দ ইয়াছুনুর রশীদ, গৌরাঙ্গপদ দাস, হুমায়ুন কবীর প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য অধ্যক্ষ (অব:) সৈয়দ মুহিবুল ইসলাম কে সভাপতি ও অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এসময় সমিতির সদস্য সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালেক আনোয়ারী’র মৃত্যুতে দোয়া পরিচালনা করেন মল্লিক মঈন উদ্দিন আহমদ সোহেল।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post