Print Date & Time : 11 May 2025 Sunday 12:50 pm

জগন্নাথপুর ‘সুলতান’ ব্রান্ড এর উদ্বোধন

সুনামগঞ্জের জগন্নাথপুরে অত্যাধুনিক মানে রুচিসম্মত পোশাক বিক্রয়ের অঙ্গীকার নিয়ে পৌর শহরের টিএন্ডটি রোডে ‘সুলতান’ ব্রান্ড নামক দোকানের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৬ জুন) সকাল ১১টায় এক জাঁকজমক ভাবে ব্যবসা প্রতিষ্ঠানটির ফিতা কেটে উদ্বোধন করেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ও জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া।
এ সময় জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সেক্রেটারী ইকবাল হোসেন ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মানিক মিয়া, আব্দুর রাজ্জাক, শ্যামল গোপ, ইসহাক আহমদ শামীম, ছালিক আহমদ ডন, মকবুল হোসেন ভুইয়া, জগন্নাথপুর মডেল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ, উপজেলা কোর্ট জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী, মুফতি মাওলানা শামসুল ইসলাম, পাঠাগার জামে মসজিদের ইমাম মাওলানা দিলোয়ার আমিনী, ইছগাও জামে মসজিদের ইমাম মাওলানা আজিজুল ইসলাম, মাওলানা মহি উদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এর আগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দৈনিক দেশতথ্য//এসএইচ//