সুদীপ্ত শাহীন লালমনিরহাট: জঙ্গি মামলায় খালাস প্রাপ্ত দুই আসামি মোঃ মেহেদী ওরফে মেহেদী হাসান (৩০) ও জামাল উদ্দিন (২৯) লালমনিরহাট জেলগেট হতে ছাড়া পেয়ে অপেক্ষমান মাইক্রোবাসে চেপে লাপাত্তা হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে গত ২১ ফেব্রুয়ারি দুপুরে। গতকাল সন্ধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় লাপাত্তা হয়ে যাওয়া দুই পরিবারের পক্ষে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলন করে মিডিয়া কর্মীদের জানান।
আজ শুক্রবার জেল গেটে গিয়ে খোঁজ নিয়ে জানা যায় তারা জেলগেট হতে মাইক্রোবাসে করে দুই আসামি নিয়ে যাওয়ার ঘটনা শুনেনি বা দেখেননি। ঘটনাটি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, ২০১৭ সালে জঙ্গি সম্পৃক্ততায় জড়িত সন্দেহে দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের ১টি মামলায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান গত ১৯ ফেব্রুয়ারি মোঃ মেহেদী ওরফে মেহেদী হাসান, জামাল উদ্দিন সহ ৪ জন আসামী কে বেকসুর খালাস দেয়। ২১ ফেব্রুয়ারি কারামুক্ত হয়ে জেলগেট হতে ওই দুই জন লাপাত্তা হয়ে যায়।
আত্নীয় স্বজনরা তাদের গ্রহন করতে জেল গেটে সেই সময় উপস্থিত ছিল। দুই জন জেল হতে বের হয়ে জেল গেটে অপেক্ষমান ১টি সাদা মাইক্রোবাসে চেপে লাপাত্তা হয়ে যায়। মাইক্রোতে মাস্কপরিহিত ৮/৯ জন আগে হতে বসে ছিল। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মোঃ মেহেদী হাসানের বাবা আব্দুল লতিফ ও জামাল উদ্দিনের ভাই আবুল কালাম আজাদ লিখিত বক্তব্য পাঠ করে নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি জানান। তাৎক্ষণিক বিষয়টি কেন জানায়নি তার কোন সঠিক উত্তর দিতে পারেনি।
উল্লেখ্য, সন্ত্রাস বিরোধী আইন ০১/২০১৮ এর রেফ:জিআর নং.২৩৪/২০১৭(হাতি),হাতিবান্ধা পিএস নং ৩৪(০৮)২০১৭ এর ৩টি মামলায় বিচারক দুই জনকে ১৪ বছর সশ্রম কারাদন্ড দেয়। চারজনকে বেকসুর খলাস দেয়। খালাস প্রাপ্ত চার জনের মধ্যে দুই জন নিখোঁজ হয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post