মনিরুজ্জামান জুলেট,নিজস্ব প্রতিনিধি: মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক,মোর নাম এই বলে খ্যাত হোক আমি শ্রমিকদের লোক, মোর নাম এই বলে খ্যাত হোক আমি শেখ হাসিনার লোক,মোর নাম এই বলে খ্যাত হোক আমি জনসাধারণের লোক। আমি এই অঞ্চলের মানুষের শুক্রবার(২০ মে) বিকাল ৫ টায় সদর ইউনিয়ন ভ্যান চালক সমিতির আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ চত্বরে ভ্যান শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। তিনি তার বক্তব্যে বলেন, আমি সাধারণ মানুষের বন্ধু হিসেবে থাকতে চাই, আমি মেজো ভাই হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।এমপি’র বেশ ভূশা নিয়ে এসি কক্ষের মধ্যে বসে থাকা আমার পক্ষে সম্ভব না ,জনগনের পাশে থাকাই আমার নেশা। মতবিনিময় সভায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি এম আকবর কবির,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, সদর ইউপি সদস্য সাংবাদিক এস কে সিরাজ, ইউপি সদস্য দেলোয়ারা বেগম, যুবলীগ নেতা ডি এম গোলাম মোস্তফা সহ স্থানীয় আওয়ামিলীগ ও সুশীল সমাজের মানুষেরা।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post