গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি :
জন্মদিনে নিজের লেখা ১০১ কপি বই পাঠাগারে উপহার দিলেন লেখক ডাক্তার সিদ্ধেশ্বর মজুমদার।
গত বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামে নির্মিত জ্ঞানের আলো পাঠাগারে নিজের লেখা ২২টি বইয়ের ১০১ কপি বই উপহার দেন ডাক্তার সিদ্ধেশ্বর মজুমদার।
এ সময় প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, কার্তিক চন্দ্র বিশ্বাস, সাংবাদিক লেখক রবীন্দ্রনাথ অধিকারী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, কবি মিন্টু রায়, কবি নিউটন বিশ্বাস, কবি সবিতা রায় প্রেরণা, কবি সুভাষ বালা, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ উপস্থিত ছিলেন।
লেখক ডাক্তার সিদ্ধেশ্বর মজুমদার কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বরুয়া গ্রামের দেবন্দ্রনাথ মজুমদারের ছেলে ও মানিকগঞ্জের সাবেক সিভিল সার্জন।
সিদ্ধেশ্বর মজুমদার বলেন, এ পর্যন্ত আমি ছড়া, কবিতা, উপন্যাসহ ২২টি বই লিখেছি। এই ২২টি বই থেকে ১০১ কপি বই আমি আমার ৬৯তম জন্মদিনে জ্ঞানের আলো পাঠাগারকে উপহার দিলাম।
কবি মিন্টু রায় বলেন, একটি ব্যতিক্রমী আয়োজনের মধ্যে দিয়ে লেখক ডাক্তার সিদ্ধেশ্বর মজুমদার তার জন্মদিন পালন করলেন। তার লেখা বইগুলো বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post