Print Date & Time : 8 May 2025 Thursday 5:22 am

জবি রেমিয়ান ব্রাদারহুডের নেতৃত্বে আসিফ-আলিফ

জবি প্রতিনিধি: ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেমিয়ান ব্রাদারহুডের নতুন কমিটি গঠন করা হয়েছে।
উপদেষ্টা মণ্ডলীর অনুমোদন ক্রমে আজ ৭ই ডিসেম্বর (শনিবার) আইন বিভাগের ১৫ তম আবর্তনের শিক্ষার্থী আসিফ হাসানকে সভাপতি ও ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৬ তম আবর্তনের আবু বকর সিদ্দিক আলিফকে সাধারণ সম্পাদক করে আগামী একবছরের জন্য নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
রেমিয়ান ব্রাদারহুড মূলত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে পড়তে আসা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও বন্ধন বৃদ্ধি করতে কাজ করে।

কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলিফ বলেন, “আমি চেষ্টা করব এই সংগঠনের সদস্যবৃন্দের চাওয়া পাওয়া গুলো নিয়ে কাজ করে প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান কমিয়ে আনতে। সে লক্ষ্যে আগামী দিন গুলোতে এই সংগঠনের সকলকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যেতে চাই, যেন আমাদের সংগঠনের উৎকর্ষ সাধনে অদম্য ভূমিকা পালন করতে পারি।
সভাপতি আসিফ বলেন, “রেমিয়ান ব্রাদারহুডকে আরো সমৃদ্ধ করতে এবং আমাদের মধ্যে ঐক্য ও বন্ধুত্ব আরও দৃঢ় করতে আমি নিরলসভাবে কাজ করার অঙ্গীকার করছি। আমি বিশ্বাস করি, এই সংগঠন আমাদের বিশ্ববিদ্যালয়ের গর্ব এবং আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সামনের দিকে এগিয়ে যাব।”