Print Date & Time : 11 July 2025 Friday 4:41 pm

জমির দখল নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পৈত্রিক সম্পত্তিতে নির্মিত দোকান ঘরের সংষ্কার করতে গিয়ে মিথ্যা অভিযোগে কাজ বন্ধ ও মিথ্যাচারের ঘটনায় রবিবার (২৫ মে) দুপুরে কপিলমুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নগরশ্রীরামপুর গ্রামের লিয়াকত আলী সরদারের ছেলে মোর্শেদ আলী সরদার এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, কপিলমুনির নাছিরপুর মৌজার এসএ ৪৫৬ দাগের বুজরত ১০৮৬ ও ডিপি ৪৯৪ খতিয়ানে তার পিতা লিয়াকত ও কাকা সওকত আলী সরদার .০৬ একর জমির পৈত্রিক সূত্রে মালিক। গত প্রায় ৪৫ বছর পূর্ব থেকে তারা শরীকগণের সাথে আপোষ এজমালি ও মামলায় রায়-ডিক্রী মূলে তাদের প্রাপ্য জমির উপর গৃহাদি নির্মাণপূর্বক ভোগ-দখলে রয়েছেন।

অন্যদিকে একই এসএ খতিয়ানের অপর শরীক মালিক মৃত রওশান আলী সরদার ও মৃত মোহাম্মাদ আলীর ওয়ারেশরা সম্প্রতি থানা পুলিশসহ বিভিন্ন স্থানে অভিযোগ দিয়েছে যে, আমরা তাদের পেছনের জমিতে যাতায়াতের পথ বন্ধ করে ঘর নির্মাণ করছি।

তিনি বলেন, প্রকৃত পক্ষে তারা প্রায় ৪৫ বছর আগে থেকে তাদের প্রাপ্য .০৬ একর জমিতে পাঁকা ইমারত (দোকান ঘর) নির্মাণ করে ভোগ-দখলে রয়েছেন। এছাড়া এসংক্রান্তে গত ৯/৯/৯১ ইং তারিখে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে দায়ের করা এক পার্টিশন মামলা যার নং ৮২/৯১ মোতাবেক রায়-ডিক্রি ও সর্বশেষ বিআরএস জরীপে আলাদা খতিয়ান ও দাগে তাদের প্রাপ্য জমির অংশ মোতাবেক রেকর্ড সম্পাদন হয়েছে। অথচ অপর শরীক আফতাব সরদারের স্ত্রী নাছিমা বেগম তার অভিযোগে দাবি করেন, তাদের প্রাপ্য .১১ একর জমির .০৩.৭৫ একর জমি লিয়াকত সরদার জবরদখলের চেষ্টা করছেন।

এমনকি, লিয়াকত সরদার ও আকবর হোসেন খোকন দিংদের সেখানে ১.৭৫ একর জমি রয়েছে বলে সাংবাদিকদের কাছে যে তথ্য সরবরাহ করেছে যা, সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। মূলত বুজরত ১০৮৬ ও ডিপি ৪৯৪ পৃথক খতিয়ানে তাদের ০.০৬ একরের মধ্যে ৩৩৩ হিস্যায় ০.০২ একর জমির উপর তাদের ৪৫ বছর আগে থেকে পাকা ইমারত রয়েছে। যা তদন্তে বেরিয়ে আসবে।