পলাশ কুমার , কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে মজিবর রহমান নামে এক ব্যাক্তিকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো. মজনু শেখ (৫৫) মো.অমিত হাসান (৩৬) মো.সামছদ্দিন শেখ (৬৫) মোছা:ছায়েরা খাতুন (৪৫)।
আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুরে আটককৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়।
রবিবার (১৯ জানুয়ারি) কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলায়মান শেখের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল পান্টি ইউনিয়নের দক্ষিণ মুলগ্রাম থেকে তাদের গ্রেফতার করে।
উল্লেখ্য গত ১ নভেম্বর ২০২৪ রাতে মজিবর রহমান নামে এক ব্যাক্তিকে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীদের এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে। আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী শরিফা খাতুন বাদী হয়ে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওসি সোলায়মান শেখ বলেন,গতকাল রাতে আভিযান চালিয়ে চারজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।