Print Date & Time : 10 May 2025 Saturday 3:37 pm

জমিয়ত থেকে শাহিনুর পাশা চৌধুরীর পদত্যাগ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ থেকে পদত্যাগ করছেন সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহিনূর পাশা চৌধুরী।

তিনি ছাত্র রাজনীতি থেকে জমিয়তের রাজনীতির সঙ্গে জড়িত। এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ছাত্র সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সেক্রেটারি জেনারেল ছিলেন।

জগন্নাথপুর- সুনামগঞ্জের এই নেতা, যিনি বর্তমানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি পদে রয়েছেন।
এক সময়ে জমিয়তের প্রাণ এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী অবশেষে শনিবার (২৫ নভেম্বর) রাতে তিনি জমিয়ত থেক পদত্যাগের ঘোষনা দেন।
জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন সুনামগঞ্জ-৩ আসনে ১৯৯৬ সালে এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী জমিয়তের প্রার্থী হয়ে খেজুর গাছ প্রতীকে প্রথম সংসদ নির্বাচনে অংশ নেন তিনি। ২০০৫ সালের ২৭ এপ্রিল সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর জুলাই মাসে ৪ দলীয় ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসাবে ধানের শীষ নিয়ে জমিয়তেরর কেন্দ্রীয় নেতা এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী ১৩ মাসের জন্য সংসদ সদস্য নির্বাচিত হন।

এদিকে সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী জমিয়ত থেকে পদত্যাগ করে যা লেখেছেন তা হুবহু তুলে ধরা হলো।

অশ্রুশিক্ত নয়নে প্রাণাধিক প্রিয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ থেকে পদত্যাগ করলাম। দেশ ও বিদেশের লাখো শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আমার অন্তর জুড়ানো বক্তব্য হলো — আমাকে দল থেকে ঠেলে দেয়ার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।

কারণ আমাকে যে দোষে দোষী সাব্যস্ত করা হলো এই দোষে স্থায়ী কমিটির কমপক্ষে চারজন সদস্য সম্পৃক্ত। অথচ আমার সদস্য পদ স্থগিত করার আগে আমাকে টেলিফোনে হলেও কথা বলতে পারতেন। আত্মপক্ষ সমর্থনের সুযোগ ও দেয়া হলো না। আফসোসের বিষয় হলো জমিয়ত করতে গিয়ে জীবন যৌবন হারালাম– পরিবারকেও সময় দিতে পারলামনা।

আমার সখের সিলেটের অভিজাত এলাকা উপশহরের দুটি বাসা এবং মধুবন মার্কেটের দোকানটিও বিক্রি করলাম। দুঃখ নেই, আপনারা ভালো থাকুন। তবে বিশ্বাস করি ষড়যন্ত্রকারীরা এই দুনিয়ায়ই লাঞ্চনার জিন্দেগী উপভোগ করবে। বিগত চল্লিশ বছর থেকে যাদের সাথে চলাফেরা করেছি– সকলের কাছে মাফ চাই।

শেষ কথা হলো আমি সাবেক মন্ত্রী জমিয়তের গর্বের প্রতীক মুফতী ওয়াক্কাস রহ. এর মতো ধৈর্য আমার নেই। আমি ফকিরের ও ছেলে নই– ইনশাআল্লাহ নির্বাচনের পর মাঠে দেখা হবে। গুড বাই প্রাণের জমিয়ত।

দৈনিক দেশতথ্য//এইচ//