Print Date & Time : 1 September 2025 Monday 11:38 pm

জমি নিয়ে দ্বন্দ্ব, গাংনীতে ধইঞ্চা ক্ষেত কেটে দিল প্রতিপক্ষ

মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের দুই বিঘা জমির ধইঞ্চা ক্ষেত কর্তনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (২ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক জিয়াউল হক অভিযোগ করে বলেন, তেরাইল মৌজার আরএস খতিয়ান ১৫৭৫, দাগ নম্বর ১০১৩ দাগভুক্ত জমিটি তার দাদা বাদল শেখের নামে রেকর্ডভুক্ত। দীর্ঘদিন ধরে তারা ওই জমি ভোগদখল করে আসছেন। জমিটি নিয়ে বর্তমানে আদালতে একটি দেওয়ানি মামলা চলমান রয়েছে।

তিনি আরও জানান, একই উপজেলার দুর্লভপুর গ্রামের বাসিন্দা হেলাল মাস্টার হঠাৎ করে জমিটির মালিকানা দাবি করে এবং জিয়াউল হকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। বিষয়টি নিয়ে গ্রামের লোকজন উভয় পক্ষকে বসিয়ে কাগজপত্র যাচাই করে। সেখানে হেলাল মাস্টার তার পক্ষের কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।

এরপর থেকেই প্রতিপক্ষ হেলাল মাস্টার রাতের আধারে জমিতে লাগানো ফসল কেটে ফেলছেন বলে অভিযোগ করেন জিয়াউল হক। এর আগে তাদের পাট ক্ষেতেও বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করা হয়েছিল বলে জানান তিনি। সর্বশেষ গত বুধবার রাতে তার দুই বিঘা জমির ধইঞ্চা ক্ষেত কর্তন করেছে প্রতিপক্ষরা।

তিনি আরও অভিযোগ করেন, এর আগেও এ বিষয়ে গাংনী থানায় অভিযোগ দিয়েছিলেন, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। নতুন করে আবারও থানায় অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছেন তিনি। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ ব্যাপারে প্রতিপক্ষ হেলাল মাস্টারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, “এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”