হাবিবুর রহমান
জমে উঠেছে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের নয়াপাড়া সাপ্তাহিক হাট।
স্থানীয় এলাকার লোকজনদের উদ্যোগে নতুন করে এই হাট বসানো হয়েছে। সপ্তাহে প্রতি শুক্র ও মঙ্গলবার সকাল থেকে রাত অবধি এই হাটে হচ্ছে কেনাবেচা। নয়াপাড়া সাপ্তাহিক হাট কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক জানান, আশেপাশের হাট বাজারের তুলনায় এই হাটে সুলভ মূল্যে বিকোচ্ছে শাক সবজি সহ নানান নিত্য পণ্য। হচ্ছে না চাঁদা আদায়।পুরনো মোটরসাইকেল বাইসাইকেল ও ভ্যান গাড়িও বিকোচ্ছে এই হাটে। নয়াপাড়া গ্রামের লোকজন জানালেন, স্থানীয় এই হাটে আশেপাশের লোকজন কেনাকাটার জন্য প্রতি শুক্রবার ও মঙ্গলবার ভিড় করেন।
নানান শাকসবজি ছাড়াও এই হাটে বেচা কেনা হচ্ছে বিভিন্ন জাতের ফলজ ও বনজ চারা। ওই হাটে সুলভ মূল্যে পণ্য সামগ্রী কিনে উপকৃত হচ্ছেন ক্রেতারা। জানালেন পশ্চিম ডগরী এলাকার আনোয়ার হোসেন। পুর্ব ডগরি ও নয়াপাড়া এলাকার লোকজনকে দেড় – দুই কিলোমিটার দূরবর্তী হাট বাজার থেকে পণ্য কিনতে হতো । গাজীপুর মহানগরের বাংলাবাজার থেকে অনতিদূরে নয়াপাড়া এলাকায় প্রতিষ্ঠিত ওষুধ প্রস্তুতকারী রেনেটা লিমিটেড সংলগ্ন ওই হাটে ছুটি শেষে হাজারো চাকরিজীবী সদাই কিনে সুবিধা পাচ্ছেন। চাহিদা মেটাতে প্রায় সকল পণ্য সুলভ মূল্যে এই হাটে পেয়ে এলাকাবাসী খুশি। জানালেন নয়াপাড়া গ্রামের মনির হোসেন মাস্টার।