বাংলাদেশ পুলিশের ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন খুলনার পাইকগাছা উপজেলার কৃতি সন্তান ও ঐতিহ্যবাহী অনির্বাণ লাইব্রেরীর প্রতিষ্ঠাতা জয়দেব কুমার ভদ্র।
বুধবার (১১ মে)স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, জয়দেব কুমার ভদ্র উপজেলার মাহমুদকাটী গ্রামের মৃত অমর কৃষ্ণ ভদ্রের ছেলে। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জে অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত রয়েছেন। এর আগে তিনি বরগুনা, পটুয়াখালীর কলাপাড়া, সিআইডি, পুলিশ হেডকোয়াটার্স, মানিকগঞ্জ, নেত্রকোনা, যশোর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, হবিগঞ্জ ও সিলেট রেঞ্জে বিভিন্ন পদ মর্যাদায় কর্মরত ছিলেন। বাংলাদেশ পুলিশের গর্ব ও অহংকার জয়দেব ভদ্র ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে (বিপিএম) পদক লাভ করেন। তিনি ব্যক্তিগত জীবনে গাড়ি, বাড়ী না করে গ্রামের অবহেলিত মানুষ এবং অবহেলিত গ্রামকে আলোকিত করতে জন্মস্থান মাহমুদকাটীতে অনির্বাণ লাইব্রেরী প্রতিষ্ঠা করেন। লাইব্রেরীর কার্যক্রম ইতোমধ্যে দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে।
রিমন//দৈনিক দেশতত্য//১২ মে-২০২২