Print Date & Time : 23 April 2025 Wednesday 5:09 am

জলাবদ্ধতার কবলে সোনাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সোনাপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে রয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষকবৃৃন্দরা।

বিদ্যালয়ের সামনে একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে থাকায় ইতিমধ্যেই অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছেন। শিক্ষকগণ বাড়ি বাড়ি গিয়ে সেসব শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার চেষ্টা করছেন বলে জানান সোনাপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।

তিনারা জানান, গত ১ বছর ধরে বিদ্যালয়ের সামনের মাঠে একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে থাকে। বিদ্যালয়ের চারিপাশের বসবাসরত লোকজন নিজ নিজ বাড়ি ও বাড়ির বাইরে মাটি তুলে উঁচু করায় বিদ্যালয়ের মাঠে জমে থাকা পানি বের হওয়ার পথ বন্ধ হয়ে গেছে। এজন্য একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। যা রৌদ্র উজ্জ্বল দিন হলেও ৯/১০ পর্যন্ত জলাবদ্ধতা থেকেই যায়। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার পথে নানা অসুবিধায় পড়তে হচ্ছে।

কোমলমতি শিক্ষার্থীরা জানান, আমরা জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ে আসতে পারিনা। আসার পথে পানির মধ্যে পিছলে পড়ে বইখাতা, পোশাক-আশাকসহ প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে নষ্ট হয়ে যায়। তাছাড়া সকালে জাতীয় পতাকা উত্তোলনে জাতীয় সঙ্গীত পড়তে লাইনে দাঁড়ানোও সম্ভব হয়না পানির জন্য। বিনোদনের কথা বাদই দিলাম। গত কয়েকদিনের বৃষ্টিতে পানি জমে থাকায় পিছলে পড়ে আমাদের সহপাঠী তৃতীয় শ্রেণীর আরোহীসহ কয়েকজন আহত হয়েছে। এতে করে আমাদের অভিভাবকগণ বিদ্যালয়ে না আসার জন্য পরামর্শ দিয়েছেন। পানি শুকানোর পর আসার জন্য বলেছেন।

শিক্ষকগণ বলেন, গ্রামে আরও ২ টি বিদ্যালয় ও একটি মাদ্রাসা থাকায় এমনিতেই শিক্ষার্থী তুলনামূলকভাবে কম। এরপর বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের ফেরানোর চেষ্টা অব্যাহত রেখেছি। কিন্তু ক’দিন এভাবে সম্ভব। তাছাড়া অভিভাবকগণ বলছেন, শিশুরা বিদ্যালয়ে যেতে পিছলে পড়ে ডুবে মারা গেলে এর দায়ভার কে নেবে? এমতবস্থায় শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে ও তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে মাঠে মাটি ভরাট করে দ্রুততম সময়ে জলাবদ্ধতা দূর করা জরুরি হয়ে পড়েছে। অন্যথায় শিক্ষার্থীদের ঝরে পড়ার সম্ভাবনা রয়েছে।


সোনাপুর গ্রামের শাহাবুল হক জানান, বিদ্যালয়ের সামনের মাঠে হাঁটু পানি জমে থাকায় ছোট ছোট ছেলে মেয়েরা নিরাপত্তাহীনতায় রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষা কার্যক্রম চলমান রাখতে তিনি অনতিবিলম্বে স্কুলের মাঠে মাটি ভরাট করে জলাবদ্ধতা দূরীকরণের দাবী জানান।
সোনাপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কফিলুজ্জামান জানান, জলাবদ্ধতা দূরীকরণে জেলা শিক্ষা অফিসার, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে অবহিত করলে মৌখিকভাবে আশ্বস্ত করলেও তা বাস্তবায়ন করা হয়নি। কোমলমতি শিশুদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ও বিদ্যালয়ে উপস্থিতির হার শতভাগ রাখতে বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট অতি জরুরি।


এ ব্যাপারে তিনি সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, স্থানীয় চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি আকর্ষণ করেছেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২২ মার্চ ২০২৩