রুমান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বহুল আলোচিত ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের ভেতরে জলাবদ্ধতা সহসা দূর না হলে একাই ময়লা গলা সমান পানিতে দাঁড়িয়ে অনশনে যাওয়ার হুমকি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান।
তিনি বলেন, ত্রিশ থেকে চল্লিশ লাখ লোক এখানে থাকে। ইন্ডাস্ট্রিয়াল ময়লাসহ এমন কোন বিষাক্ত ময়লা নেই যা এই পানিতে নেই। যদি এই জলাবদ্ধতার কোন সমাধান না হয় তাহলে যেখানে যেখানে পানি জমবে সেখানে গলা পানিতে দাঁড়িয়ে অনশন করবো। ঈদের আগের দিন থেকে টানা কয়েকদিনের বর্ষণে ডিএনডির অভ্যন্তরে সিদ্ধিরগঞ্জ, পাগলা, ফতুল্লা, কুতুবপুর, মুন্সিবাগ, শহীদবাগ, মিজমিজি, কদমতলী, শান্তিধারা, গিরিধারা, জালকুঁড়ি, ভূঁইগড়সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চরম বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা।
গতকাল রোববার সিদ্ধিরগঞ্জে শিমরাইল পাম্প ষ্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এই প্রজেক্টের কাজ ২৩ সালের জুনে হস্তাান্তরের কথা ছিল বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগের। কিন্তু করোনা মহামারি এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে প্রজেক্ট বিলম্বিত হচ্ছে। নারায়ণগঞ্জের এই আলোচিত সাংসদ আরো বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি এর জন্য বেতন পাই, মানুষের কল্যাণে যা করা দরকার আমি তাই করবো। তাই এই প্রজেক্টের কাজ যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে সেনাবাহিনী ও পানি সম্পদ মন্ত্রণালয়কে অনুরোধ করছি। যদি কাজ না হয়, তবে যেখানে যেখানে পানি জমবে সেখানে সেখানে দাঁড়িয়ে আমি জনগণকে বলবো, আপনারা ও পানিতে আমিও পানিতে। পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে কথা বলেছি, তিনি কয়েক দিন অপেক্ষা করতে বলেন। অর্থমন্ত্রীর সাথে কথা হয়েছে, বাকী অর্থ ছাড় এই জুলাইতে হবে। তিনি আরো বলেন, ঈদের দিন প্রবল বর্ষণের পর আমার ছেলে অয়ন ওসমানকে পরিস্থিতি দেখার জন্য প্রেরণ করি। অয়ন ওসমানের মুখে জনগণের ভোগান্তির কথা শুনে তিনি দুঃখে ঈদের দিন ঘর থেকে বের হননি বলে জানান।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ ছাড় বিলম্ব করায় ঠিকাদারদের বকেয়া রয়েছে প্রায় সাড়ে তিনশত কোটি টাকা। এজন্য প্রকল্পের কাজ ধীরগতি। ঈদের আগে শেষ করেছে আদমজী পাম্প ষ্টেশনের পানি নিষ্কাশনের আদমজী-নারায়ণগঞ্জ রোডের কালর্ভাটের কাজ। এ কালভার্টের কাজ এক ঠিকাদার শুরু করেছিল গত বছরের মার্চ মাসে।
দৈনিক দেশতথ্য// এইচ//

Discussion about this post