ব্রেন স্ট্রোকে মৃত্যু শয্যায় জসিম শেখ (৩৬) বাঁচতে চাই। চিকিৎসার জন্য সমাজের বিত্তশালীদের সহায়তা চায় তার পরিবার। জসিম শেখ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের নদীরকুল এলাকার কওছের শেখের ছেলে।
জানা গেছে, জসিম পেশায় তিনি নৌকার মাঝি। শেখ রাসেল হরিপুর কুষ্টিয়া সংযোগ সেতু উদ্বোধনের আগে গড়াই নদীর জিকে ঘাটে খেয়া পারাপার করেই কোনমতে পরিবার নিয়ে চলতো জসিমের সংসার। সকলের পরিচিতি মুখ। দুই মেয়ে এক ছেলে নিয়ে অভাব অনাটনের মধ্যে দিয়েই জীবন পার করতো। ১বছর আগে জসিমের মাথায় ব্রেন টিউমার দেখা দেয়। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় জীবনের শেষ সম্বল যা ছিলো তা বিক্রি করে ঢাকায় ব্রেন টিউমার অপারেশন করার পর কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেও । গত ১৩-০৫-২০২২ইং তারিখে ঢাকা থেকে ব্রেন টিউমার অপারেশন করে কুষ্টিয়ায় ফেরার পথে হঠাৎই ব্রেন স্ট্রোক করে। অর্থাভাবে এখন কুষ্টিয়া সদর হাসপাতালে জরুরী চিকিৎসা চললেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার সামর্থ্য নেই। তবে চিকিৎসকের পরামর্শ জরুরী ভাবে ঢাকায় উন্নত চিকিৎসা করা হলে জসিম দ্রুতই সুস্থ হয়ে যাবে।
এলাকাবাসীরা জানান, জসিম ছোট থেকেই নম্র ভদ্র, কখনো কারোর সাথে খারাপ আচরণ করিনি। এলাকায় সবাই তাকে ভালো করেই চিনে। তাই উন্নত চিকিৎসা করে জসিম স্বাভাবিক জীবনে ফিরে আসুক, ৩টা ছেলে মেয়ে নিয়ে সংসার ভালো থাকুক। সমাজের দানশীল ব্যক্তিরা জসিমের পাশে মানবিক সাহায্যে সহযোগিতা নিয়ে দাঁড়াবে এমনটাই দাবী করেন
সাহায্যে ও পরামর্শের জন্য যোগাযোগঃ
রোগীর স্বজন
01750757210
আর//দৈনিক দেশতথ্য//৩০ মে-২০২২

Discussion about this post