জাগ্রত ব্যবসায়ী ও জনতা কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুলাই) জাগ্রত কেন্দ্রীয় অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। জাগ্রত কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল শেখ মেহেদী আরমান জুয়েল’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জাগ্রত কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান এস এম এমদাদুল হক, শেখ আবুল হোসেন, কাজী নজরুল ইসলাম , একে এম সেলিম আহমেদ, রাকিব মজুমদার, আব্দুল কাদির খসরু, কেরামত আলী ও মোঃ সোহেল খলিফা, সহ-সাধারণ সম্পাদক রাকিবুর রহমান মাহবুব, সহ-সাধারণ সম্পাদক ফারহান তোহা, ফিরোজ মাহমুদ, মাঈউদ্দিীন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ ফাহিম, অর্থ সম্পাদক সোহাগ হোসেন বাবু, দপ্তর সম্পাদক মনির হোসেন, মহিলা সম্পাদিকা সৈয়দা রিমি কবিতা, প্রচার সম্পাদক বিপ্লবী আনোয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আল আমিন, বাণিজ্য বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী ফরহাদ ঠাকুর, সাহিত্য বিষয়ক সম্পাদক কাজী জাহান, কার্যনির্বাহী সদস্য এম.এম সাখাওয়াত হোসাইন শওকত, মোঃ নবী নূর ওমর ফারুক, মোঃ কোবির ইসলাম, খান শাওন বাবু, মোঃ শাকিল খান, আবুল কালাম, বজলুল হক, কাদের শেখ, জাগ্রত নবাবপুর সেন্ট্রাল কমিটির উপদেষ্টা মোহাম্মদ ওসমান আলী ভূঁইয়া, জাগ্রত ডেমরা যাত্রাবাড়ির প্রেসিডেন্ট আরিফ আকবর, জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব এর ভাইস প্রেসিডেন্ট ইফফাত রুপা জামান, জাগ্রত খুলনা জেলা কমিটি থেকে মোহাম্মদ নাজমুল প্রমুখ।
বক্তারা বলেন, সৃজনশীল প্রতিভা বিকাশসহ নানান ক্ষেত্রে কাজ করছে জাগ্রত ব্যবসায়ী ও জনতা কেন্দ্রীয় কমিটি। শুধু ব্যবসায়ীদের কল্যাণেই নয়, জাগ্রত ব্যবসায়ীসহ মানবিক কর্মকাণ্ড, রক্তদান কর্মসূচি, অনাহারীদের খাবার বিতরণ সহ অলাভজনক ৮ টি সেবার কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। আমরা আমাদের সীমিত সার্মথ্য দিয়ে কবি সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতির সামনে তুলে ধরতে আমরা নিরলসভাবে কাজ করে চলেছি।
আলোকিত দেশ গড়তে সবসময় আমরা এই জাগ্রত কাজ করে যাবে। রাজধানী ঢাকা এবং বিভিন্ন জেলায় অবস্থানরত জাগ্রত কেন্দ্রীয় নেতাবৃন্দ তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন। সকল মতামতের ভিত্তিতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। জাগ্রত ব্যবসায়ী ও জনতা’র অঙ্গ সংগঠন জাগ্রত ব্লাড ডোনারস ক্লাব বাংলাদেশ, জাগ্রত সেবা বাংলাদেশ, জাগ্রত সাহিত্য পরিষদ, জাগ্রত সাংস্কৃতিক জোট, জাগ্রত পথশিশু, জাগ্রত প্রবাসী ও জনতা এই অঙ্গ সংগঠকগুলি কার্যক্রম কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দদের দায়িত্বশীলভাবে তাদের সহযোগিতা করা এবং জাগ্রত শিক্ষক পরিষদ ও জাগ্রতিক যুব ও জনতা পরিষদ নামে নতুন দুটো অঙ্গ সংগঠনের আত্মপ্রকাশ এবং কমিটি গঠনের অনুমোদন দেয়া হয়। অঙ্গ সংগঠনগুলোর প্রেসিডেন্ট-সেক্রেটারী নেতৃবৃন্দ যাতে তাদের অঙ্গ সংগঠনগুলো গতিশীল করার জন্যে নজরদারি করবেন। এছাড়া জাগ্রত ব্যবসায়ী জনতার বিভিন্ন জেলার কমিটিগুলোকে গতিশীল করতেও সিদ্ধান্ত গৃহীত
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৯,২০২৩//

Discussion about this post