সরকারী সফরে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে মঙ্গলবার (৩১ মে) দুপুর ১২টা ১৭ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে
পৌছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌছালে প্রথমেই তাঁকে দলীয় নেতা-কর্মীরা স্বাগত জানান।
বেলা সাড়ে ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে পিতার আত্মার শান্তি কামনাসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শহিদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এসময় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে শেখ কবির হোসেন, কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, এসএসএফ-এর মহাপরিচালক, প্রধানমন্ত্রীর সামরিক সচিব, একান্ত সচিব-০১, ব্যক্তিগত চিকিৎসক কর্নেল তৌহিদা নওয়াজেশ রোজী, এডিসি, প্রেস সচিব, ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডাঃ এ বি এম আব্দুল্লাহ, শাহানা ইয়াসমিন শম্পা, পিজিআর কমান্ডার, সহকারী একান্ত সচিব-১, সহকারী সামরিক সচিব, শেখ ফারহান নাসের, প্রোটোকল অফিসার-১, নার্সিং অফিসার, গণভবনের স্টুয়ার্ড ও ব্যক্তিগত স্টাফরা উপস্থিত ছিলেন।
জোহর বাদ বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে যোগদান করেন তিনি। সবশেষে বিকাল ৪টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়া ত্যাগ করেন।
এবি//দৈনিক দেশতথ্য//মে ৩১,২০২২//

Discussion about this post