Print Date & Time : 10 May 2025 Saturday 7:26 pm

জাতির পিতার সমাধিতে সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশনের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশন। 

আজ শনিবার বিকেলে বাংলাদেশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশনের সভাপতি এম এ এস রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ রুমির নেতৃত্বে এ শ্রদ্বা নিবেদন করা হয়। 

শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫আগস্ট নিহত সকল শহীদদের শান্তি কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

এরপর জাতীয় শোক দিবস উপলক্ষে কোটালীপাড়ার ক্যাফে ৭১ রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশনের সভাপতি সভাপতি এম এ এস রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনটির কেন্ত্রীয় সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ রুমি, উপদেষ্টা মোঃ আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মোত্তালেব মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক তানজীন শারমিন মিশরী,সহ-পাঠচক্র বিষয়ক সম্পাদক পলাশ সরদার, অর্থ বিষয়ক সম্পাদক আখলাকুর রহমান বক্তব্য রাখেন।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২০,২০২২//