সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সুনামগঞ্জ জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
নবগঠিত কমিটিতে জেলার দোয়ারাবাজার উপজেলার গীতিকার নজরুল ইসলাম আহবায়ক, জগন্নাথপুর উপজেলার গীতিকার বাউল সালাম নুরী সিনিয়র যুগ্ম আহবায়ক,তাহিরপুরের বাউল আশরাফ আলী ও সাংবাদিক মোজাম্মেল আলম ভূইয়া,সদর উপজেলার বাউল তছকীর আলী,বাউল নিজাম উদ্দিন সরকার,গীতিকার বাউল আল হেলাল,সাংবাদিক হাসান চৌধুরী,জামালগঞ্জ উপজেলার সাংস্কৃতিক সংগঠক আশরাফুল আলম তালুকদার,ছাতক উপজেলার সাংবাদিক আনোয়ার হোসেন রনি,দিরাই উপজেলার গীতিকার বাউল হুমায়ূন কবীর যুগ্ম আহবায়ক, সুনামগঞ্জ পৌরসভার হাকিম সাংবাদিক আফতাব উদ্দিন সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
কমিটির সদস্যরা হলেন মোঃ এনামুল হক রুবেল,বাউল সফাজ্জুল কবীর,বাউল হানিফ উদ্দিন (জামালগঞ্জ),বাউল জোবায়ের সরকার,নগর আব্দুল করিম (ছাতক),কবি নজরুল ইসলাম রানা,বাউল রাজিল উদ্দিন,কিচ্ছা শিল্পী বাউল তারা খান,বাউল আব্দুর রহিম,বাউল রুহেল আলম তালুকদার (দিরাই),গীতিকার জমির আলী,জিলু মিয়া,বাউল শফিকুন নূর,বাউল আব্দুর রব উদাসী,বাউল রাসেল রানা (জগন্নাথপুর),বাউল জয়নাল আবেদীন,বাউল আমজাদ পাশা, ইকবাল হোসেন জয় (দক্ষিণ সুনামগঞ্জ),আতাউর রহমান (বিশ্বম্ভরপুর),সাইফুল ইসলাম,জহিরুল ইসলাম মোল্লা,মোঃ সুজাফর মিয়া,মোঃ রমিজ উদ্দিন,রবিউল আলম লাটসাব,আফছার মোড়ল আরিফ (তাহিরপুর), াউল রসিদ উদ্দিন সরকার,শামীম সাজ্জাদ,মোঃ মখদ্দুছ আলী,গীতিকার ইসলাম উদ্দিন,বাউল আজিজুল রহমান (দোয়ারাবাজার), বাউল রুখসানা ভান্ডারী,বাউল সেলিম সরকার,মোঃ তুতি মিয়া,বাউল কবির হোসেন,বাউল আতাবুল মিয়া,বাউল বিরাজ আলী,বাউল লুৎফুর রহমান,বাউল রাসেল আহমদ ও আব্দুস সালাম ভান্ডারী (সুনামগঞ্জ সদর) প্রমুখ।
গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার ১নং মীরপুর এলাকাধীন হযরত শাহ আলীর মাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক সভার মাধ্যমে উক্ত কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটির অনুমোদন দেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম তুহিন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট এবি ফরিদ আহমদ।
এসময় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম ডাব্লু,মোঃ মামুন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম মামুন চিশতি,সাংগঠনিক সম্পাদক সেলিম সরকার ও বনানী থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মফিজুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Discussion about this post