স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উপর গত ১৬ই মার্চ কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে কুমারখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় উপজেলার বাসস্ট্যান্ডের সামনে কুমারখালীর জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কুমারখালী বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন জাতীয় নাগরিক কমিটি কুষ্টিয়ার অন্যতম প্রতিনিধি রফিকুল্লাহ্ কালবী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আমির হামজার উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন, কুমারখালী উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব তালহা, মুখপাত্র তিহা, যুগ্ম সদস্য সচিব রিফাত পারভেজ ।
উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটি কুষ্টিয়ার অন্যতম প্রতিনিধি সাজেদুল করিম, কুমারখালি জাতীয় নাগরিক কমিটি অন্যতম প্রতিনিধ সরল মাহমুদ,সাব্বির আহম্মেদ প্রমুখ।
এ সময় বক্তারা অতি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান । অন্যথায় ছাত্র-জনতাকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোলন কড়ে তোলার হুশিয়ারী উচ্চারণ করা হয়।
একই দাবিতে গতকাল কুষ্টিয়ার ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলাতেও মানববন্ধন করেছে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা । গত ১৬ই মার্চ কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে রাত সাড়ে আটটার দিকে পদবঞ্চিতদের হামলায় কর্মতৎপর তালহা গ্রুপের অন্তত ১০ নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় ১৪ জনকে এজাহার নামীয় ও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা দায়ের হয়েছে কুষ্টিয়ার এনসিপি নেতা সুলতান মারুফ তালহা এবং এখন প্রর্যন্ত এই মামলায় মাত্র একজনকে আটক করে পুলিশ।

Discussion about this post