Print Date & Time : 6 September 2025 Saturday 3:01 am

জাতীয় প্রেস ক্লাবে ফটো প্রদর্শনী অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে সাংবাদিকদের তোলা ফটো প্রদর্শনী। সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ক্লাব সাধারণ সম্পাদক শ্যামল দত্ত প্রদর্শনীটি উদ্বোধন করেন।


তিনি বলেন, সাংবাদিকদের তোলা ছবি নিয়ে এবারই প্রথম ফটো প্রদর্শনী করা হল। কোন কাজ শুরু করলে এর সফলতা আসবেই। প্রেস ক্লাবে ফটো গ্যালারি এবং একটি আর্কাইভ প্রতিষ্ঠা করা হবে। ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন এরপরে আরো বড় পরিসরে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রদর্শনী উপ-কমিটির আহবায়ক শাহনাজ বেগম পলি। এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য কল্যাণ সাহা, শাহনাজ সিদ্দীকি সোমা এবং সীমান্ত খোকন।

রুবেল//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১৯,২০২৩//