মো. ছালাহউদ্দিন, মনপুরা (ভোলা) সংবাদদাতা : ভোলার মনপুরায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতিযোগিতায় মনপুরা দৈনকি যুগান্তর প্রতিনিধি আবদুল্লাহ জুয়েল এর কন্যা সাওদা আবদুল্লাহ ২য় স্থান অর্জন করে। গান, চিত্রাংকন ও হাতের লেখা সুন্দর তিন ক্যাটাগরীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুর ১১ টায় উপজেলা হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পর্যায়ে ৭ স্কুলের ৬০ জন প্রতিযোগি অংশগ্রহন করে।
প্রতিযোগিতায় হাতের লেখা সুন্দর পরীক্ষায় উপজেলা পর্যায়ে ২য় স্থান অর্জন করে সাংবাদিকের কণ্যা সাউদা আবদুল্লাহ। তিনি হাজিরহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী।
এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফ হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মনপুরা প্রেসক্লাবের সভাপতি অহিদুর রহমান, হাজিরহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, কালী পিয়ারী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মোঃ সাইফুদ্দিন, কলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুদ্দিন জাবের সহ অন্যান্য স্কুলের প্রধান শিক্ষকরা।

Discussion about this post