Print Date & Time : 25 August 2025 Monday 10:18 am

জাতীর জনকের প্রতিকৃতিতে মির্জাপুর আওয়ামী লীগের শ্রদ্ধা

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি মীর শরীফ মাহমুদ এবং সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত উপজেলা পরিষদ চত্তরের মুক্তির মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন করেছেন।

বৃহস্পতিবার মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই পুষ্প স্তবক অর্পন করেন। পুষ্প স্তবক অর্পনের পর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু এবং টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক গন পরিষদের সদস্য একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান খান ফারুকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপজেলা যুবলীগের আহবায়ক মো. শামীম আল মামুন, আওয়ামীলীগ নেতা মো. আবু রায়হান সিদ্দিকী, হাজী মোক্তার আলী সিদ্দিকী, মো. মাকসুদুর রহমান খান ইউসুফজাই রেমন চৌশুরী, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান আবিদ হোসেন শান্ত, সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন তালুকদার, ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম সিয়াম, মির্জাপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. মোবারক হোসেনসহ মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় নবনির্বাচিত সভাপতি মীর শরীফ মাহমুদ এবং সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দেশকে এগিয়ে নিতে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনকে সুসংগঠিত রাখতে সকল নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা চান।