Print Date & Time : 23 April 2025 Wednesday 4:41 am

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন কুষ্টিয়ার ড. হাফেজ মোহাঃ আব্দুল করিম

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ (মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য ডক্টর হাফেজ মোহাঃ আব্দুল করিম।

উল্লেখ্য তিনি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে নির্বাচিত হয়ে গত ০৬-০৬-২০২৩ইং জাতীয় কমিটির নির্বাচনীয় বোর্ডে অংশগ্রহণ করে ডঃ হাফেজ মোঃ আব্দুল করিম সহ ৮ বিভাগের ৮ জন প্রতিযোগীর প্রতিবেদন ও সাক্ষাৎকারের মাধ্যমে তিনি সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হয়ে জাতীয়ভাবে শ্রেষ্ঠ অধ্যক্ষ (মাদ্রাসা) ২০২৩ নির্বাচিত হন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও মৌলভীবাজার কামিল মাদ্রাসার অধ্যক্ষ।

তিনি ইতিপূর্বে কুষ্টিয়া জেলা পর্যায়ে ৬বার এবং খুলনা বিভাগীয় পর্যায়ে ৩বার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পদক ও পুরষ্কার পেয়ে তিনি কুষ্টিয়াবাসীর মুখ উজ্জল করেছেন। আমরা তার সাফল্য কামনা করি।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৭ জুন ২০২৩