৫১ তম বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার মেয়ে মারিয়া খাতুন মৌ। বর্ষা নিক্ষেপে এই জাতীয় পুরস্কার পান কুষ্টিয়া কালেক্টটর স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মৌ। তার বাড়ি কুষ্টিয়া মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে।
জাতীয় পুরস্কার প্রাপ্ত মৌকে নিজ গ্রামে নিতে ৬ ফেব্রুয়ারি বিকালে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ডাঙ্গাপাড়া এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে এসময় আনিসুর রহমান, আব্দুল আজিজ, ইব্রাহিম খলিল, আলমগীর হোসেন মেম্বার সহ এলাকাবাসীদের একাংশ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে নির্বাহী সদস্য ও সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ উপস্থিত ছিলেন।
এর আগে গত বরিবার সন্ধ্যায় জাতীয় পুরস্কার প্রাপ্ত মৌ বাসযোগে কুষ্টিয়া সাদ্দাম বাজার মোড়ে পৌঁছালে তার শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়া কালেক্টটর স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,০৬ ফেব্রুয়ারী ২০২৩

Discussion about this post