Print Date & Time : 5 July 2025 Saturday 1:26 am

জাতীয় প্রেস ক্লাবের ১০দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শুরু

জাতীয় প্রেস ক্লাবের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ সোমবার ক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। এ সময় ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান উপস্থিত ছিলেন।

ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) ভানুরঞ্জন চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও প্রেস ক্লাবের অনারারী জীবন সদস্য মুহাম্মদ কামরুজ্জামান, প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন ও শাহনাজ বেগম পলি। প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের কর্মকর্তা হারুন অর রশিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে ১০ দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের প্রথম দিন দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের ১৮জন সদস্য অংশ নেন। প্রতিযোগিতায় দৈনিক জনকণ্ঠের তপন বিশ্বাস প্রথম স্থান, আলী সানোয়ার (সরাসরি) দ্বিতীয় স্থান এবং ডেইলি অবজারভার পত্রিকার এস এম সাইফুদ্দীন তৃতীয় স্থান অধিকার করেন।

ক্রীড়া অনুষ্ঠানের দ্বিতীয় দিন মঙ্গলবার বিকালে এয়ারগান শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জা// দেশতথ্য// ১০ অক্টোবর ২০২২//