নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও যৌথ উদ্যোগে মেহেদী উৎসবের আয়োজন করেছে জাতীয় প্রেস ক্লাব ও ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠন।
আজ (বুধবার) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়।
জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটি সদস্য শাহনাজ সিদ্দীকি সোমা, কাজী রওনাক হোসেন, কল্যাণ সাহা, শাহনাজ বেগম পলি, ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠনের সভাপতি মোঃ শুকুর সালেক, পলিন কসমেটিক্স লি: এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ বজলুর রহমান ও সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জাকিরুল ইসলাম স্বপন।
ক্লাব সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, শুধু ঈদ নয়, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে রয়েছে এ মেহেদী উৎসবের যোগসূত্র। এ ছাড়াও ঘুড়ি উড়ানো, সাকরাইন, কাসিদাসহ আরো অনেকে ঐতিহ্য আছে যা দিন দিন হারিয়ে যাচ্ছে। বাঙালির এই ঐতিহ্যকে ধরে রাখায় ঢাকাবাসী সংগঠনকে ধন্যবাদ জানান তিনি।
শিশু শিক্ষা উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ সিদ্দীকি সোমা’র সঞ্চালনায় উৎসবের অংশগ্রহণকারীদের মধ্যে মেহেদী লাগানোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//