নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে বলেন, আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে জাতীয়তাবাদী ছাত্রদলের অনুষ্ঠান চলাকালে কর্মসূচিতে আসা নেতাকর্মীদের হাতে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক হামলার শিকার হন। এ ধরনের হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিবৃতিতে তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে বলেন, বিএফইউজের সভাপতির উপর হামলা সাংবাদিক সমাজের উপরই হামলা। এ ধরনের ঘটনায় আমরা উদ্বিগ্ন। সাংবাদিক সমাজ কোন অবস্থাতেই তা মেনে নিতে পারে না। তিনি হামলাকারীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post