ঢাকার মহাখালীর ডি ও এইচ এস এর রাওয়া ক্লাবের হলরুমে ( রিটায়ার্ড আর্মড ফোর্স অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন) হয়ে গেল দেশের বৃহত্তম ও জনপ্রিয় সাহিত্য সংগঠন ” জাতীয় লেখক পরিবার ” এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণিজন সম্মাননা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণী সাহিত্যিক, অনুবাদক, সম্পাদক ও প্রকাশক কর্ণেল (অবঃ) মেসবাহ উদ্দিন আহমেদ।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে মুল্যবান আলোচনা করেন বিশিষ্ট চলচিত্রাভিনেতা,কবি, লেখক, সংগঠক ও গুণী সাহিত্য সমালোচক এ বি এম সোহেল রশিদ।
কথা সাহিত্যিক প্রফেসর জোবাইদা গুলশান আরা হেনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি, লেখক ও সংগঠক প্রভাষক রুবি শামসুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী বশির হোসেন,অতিরিক্ত সচিব (অবঃ) এ কে শামসুল আরেফিন, কবি, সাহিত্যিক ও সংগঠক হাসান টুটুল, ছড়াকার আতিক হেলাল, ইশতিয়াক আহমেদ , ডাঃ আবুল হাসান, মান্নান রায়হান, হামিদুল আলম,শের আলী শেরবাগ প্রমুখ।
ভরাট কন্ঠে কবিতা আবৃত্তি করেন বয়োজৈষ্ট কবি বদরুল আহসান খান, এছাড়াও কবি ও সংগঠক শেখ আকতার, পিরোজপুরের কবি মিলন আহমেদ, চট্রগ্রামের কবি ও সংগঠক ফারুক মোঃ জাহাঙ্গীর, কবি ও সংগঠক তাহেরা খাতুন, কবি সাহিদা পারভীন রেখাসহ অনেক কবি লেখক কবিতা আবৃত্তি করেন। গান পরিবেশন করেন কুষ্টিয়ার সেরা কন্ঠ রিয়াল এবং কবি মাহবুব রেজা টুকু।
সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপন করেন কবি, লেখক সংগঠক ও টিভি উপস্থাপক মাসুম বিল্লাহ। তাকে সহযোগিতা করেন জাতীয় লেখক পরিবারের সভাপতি দিলীপ গমেজ।
অনুষ্ঠান শেষে সেরা কবিদের বই বাছাই পূর্বক ক্রেস্ট এবং গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্টানে সারাদেশ থেকে বাছাইকৃত প্রায় দেড়শো কবি লেখক ও সংগঠক উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৩ মে ২০২৩